নয়াদিল্লি: # জোধপুর আদালত ধর্ষণ মামলায় আজীবন কারাদণ্ডের সাজা দেওয়ার পর বাকি জীবন জেলেই কাটাতে হবে স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে। এখন থেকে তাঁর পরিচয় হবে কয়েদি নম্বর ১৩০।

# আসারামকে যাবজ্জীবন সাজা দিল জোধপুরের আদালত।তাঁর দুই সহযোগী শিল্পী ও শরদের ২০ বছর করে জেলের সাজা হয়েছে।

সাজা অনুসারে আমৃত্যু জেলেই থাকতে হবে তাঁকে। সাজা শুনে আদালত কক্ষেই ডুকরে কেঁদে ফেলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম। এবার আসারামকে কয়েদিদের পোশাকই পরতে হবে। খেলে হবে জেলের খাবার। অন্যান্য কয়েদিদের মতো আসারামকেও জেলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে।
আসারামের উকিল জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চতর আদালতে যাবেন।
ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ধারায় এক বছর, ৩৭৬ (৪) ধারায় এক লক্ষ টাকা জরিমানা, ৩৭৬ (ডি) ধারায় আমৃত্য কারাবাস এবং ৫০৬ ধারায় পাঁচ বছরের জেলের সাজা হয়েছে আসারামের।

# সাজা নিয়ে শুনানি শেষ। কিছুক্ষণের মধ্যেই আসারামের সাজা ঘোষণা।

#ধর্ষণ মামলায় আদালতে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু।আসারামের সঙ্গেই দোষী সাব্যস্ত আরও দুই অভিযুক্ত। আদালতে রেহাই ২ অভিযুক্তের।

আজই দোষীদের শাস্তি ঘোষণার সম্ভাবনা।

আসারামের আশ্রমের মুখপাত্র নীলম দুবে জানিয়েছেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আর্জি জানাবেন।

জোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতরেই আসারামের বিরুদ্ধে ধর্ষণ মামলায় রায় দেয় বিশেষ আদালত। গত চারবছর ধরে জোধপুর জেলেই বন্দি আসারাম।

অভিযোগ, ২০১৩-য় উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ১৬ বছরের এক কিশোরীকে মানাই গ্রামে নিজের আশ্রমে নিয়ে গিয়ে ধর্ষণ করে আসারাম। গুজরাতের সুরাতেও আসারাম ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন দুই বোন। ২০১৩ সালে গ্রেফতার হওয়ার পর থেকে গত চারবছর ধরে জেলেই রয়েছে আসারাম। এদিকে, ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আর এক স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের শাস্তি ঘোষণার দিন ভক্তদের তাণ্ডবের কথা মাথায় রেখেই আজ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় জোধপুরকে। রাজস্থান, গুজরাত ও হরিয়ানা, তিন রাজ্যেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। উত্তরপ্রদেশে নির্যাতিতার বাড়ির বাইরেও মোতায়েন করা হয়েছে পুলিশ।