অসুস্থ মা-কে দেখতে চান, হায়দরাবাদের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন অসীমানন্দের
Web Desk, ABP Ananda | 13 Apr 2017 06:13 PM (IST)
হায়দরাবাদ: অসুস্থ মা থাকেন পশ্চিমবঙ্গে। তাঁকে দেখতে চান। তাছাড়া নিজের চিকিত্সাও করাবেন। সেজন্য হায়দরাবাদের বাইরে যাওয়ার অনুমতি চেয়ে চতুর্থ অতিরিক্ত মেট্রপলিটান দায়রা বিচারকের এজলাসে আবেদন জানালেন স্বামী অসীমানন্দ। ২০০৭ সালের মক্কা মসজিদ বিস্ফোরণ মামলার অভিযুক্ত অসীমানন্দ ও ভরত মোহনলাল রতেশ্বর নামে আরেক অভিযুক্ত, প্রত্যেকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ অর্থের জামিনদারের বিনিময়ে গত ২৩ মার্চ জামিন পেয়েছেন। তবে শর্ত হল, আদালতের অনুমতি বিনা হায়দরাবাদ ছাড়তে পারবেন না। তদন্তের প্রয়োজনে শহরে থাকতে হবে। প্রসঙ্গত, অসীমানন্দকে গত ৩১ মার্চ চঞ্চলগুড়া জেল থেকে ছেড়ে দেওয়া হয়। অসীমানন্দ পঞ্চকুলায় মামলার ব্যাপারে আদালতে হাজিরা দিতে হবে বলেও আবেদনে জানিয়েছেন। ২১ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে আদালত। অসীমানন্দের আসল নাম নবকুমার সরকার। ২০০৭ এর ১৮ মে-র মক্কা মসজিদ বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ২০০৮ থেকে গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে ২০১০-এর ১৯ নভেম্বর হরিদ্বার থেকে ধরা পড়েন তিনি। এছাড়া গত ৮ মার্চ ২০০৭-এর আজমেঢ় দরগা বিস্ফোরণ মামলায় জয়পুরের এক আদালত অসীমানন্দ ও আরও ৬ জনকে অব্যাহতি দেয়। তারপর তাঁকে জয়পুর থেকে চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়।