শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের হামলায় নিহত এএসআই। জনৈক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার অপরাহ্নে মেহন্দি কাদাল এলাকায় নিরস্ত্র অবস্থায় ডিউটিতে ছিলেন আবদুল রশিদ নামে ওই অফিসার।
তাঁর ওপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। রশিদের তলপেটে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় বাদামিবাগ ক্যান্টনমেন্টে সেনার ৯২ বেস হাসপাতালে। তবে সেখানকার ডাক্তারদের তাঁকে বাঁচানোর সবরকমের প্রয়াস ব্যর্থ হয়। মৃত্যু হয় রশিদের।
ঘটনাস্থলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলওয়ামায় একদিন আগে ভয়াবহ আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান সহ ৮ নিরাপত্তাকর্মীর প্রাণ হারানোর রেশ কাটতে না কাটতেই ফের সন্ত্রাসবাদীদের বুলেটে প্রাণ গেল পুলিশকর্তার।
এদিকে সোপিয়ানে ৬টি গ্রাম ঘিরে শুরু হয়েছে তল্লাশি। সেখানে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর এসেছে।
কাশ্মীরে ডিউটিরত নিরস্ত্র পুলিশকর্তা সন্ত্রাসবাদীদের গুলিতে হত
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2017 04:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -