নয়াদিল্লি: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার ইতালিতে বিয়ে করা নিয়ে মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক পান্নালাল শাক্যর মন্তব্যকে ব্যঙ্গ করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। ট্যুইটারে তাঁর খোঁচা, ‘ভারতের সব যুবক-যুবতীরা দয়া করে মনোযোগ দিন। কাকে বিয়ে করবেন, কোথায় বিয়ে করবেন, কী ধরনের অনুষ্ঠান হবে, খাবার কী থাকবে, সে বিষয়ে বিজেপি-র আগাম অনুমোদন নিন।’



বিরাট-অনুষ্কা ইতালিতে বিয়ে করায় তাঁদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন শাক্য। তাঁর দাবি, ‘কোহলি ভারতে অর্থ রোজগার করেন। কিন্তু তিনি ভারতে বিয়ে করার কোনও জায়গা খুঁজে পেলেন না। ভারত কি অস্পৃশ্য? রাম, কৃষ্ণ, বিক্রমাদিত্য, যুধিষ্ঠির এদেশে বিয়ে করেছিলেন। সবারই এদেশে বিয়ে করা উচিত। আমরা কেউই বিয়ে করতে বিদেশে যাই না। কোহলি এখান থেকে অর্থ রোজগার করেন আর ইতালিতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করলেন। এই ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে, তাঁর দেশের প্রতি কোনও শ্রদ্ধা নেই। তিনি দেশপ্রেমিক নন।’

বিভিন্ন মহল থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও শাক্যর সমালোচনা করেছেন। এবার সুরজেওয়ালাও কটাক্ষ করলেন।