নয়াদিল্লি:  স্ট্যান্ড-আপ কমেডি শোর কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলাকে কমেডি শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধীকে নকল না করার নির্দেশ দেওয়া হয়েছে চ্যানেল কর্তপক্ষের তরফে। এই বিতর্কিত শোয়ের অন্যতম বিচারক হলেন অক্ষয় কুমার। সেখানে মিস্টার রঙ্গিলা নামে খ্যাত কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলাকে পারফর্ম করার জন্যে ডাকা হয়েছিল। তিনি মূলত বিভিন্ন রাজনৈতিক নেতাদের নানা সময় নকল করে জনপ্রিয় হয়েছেন। এবার চ্যানেলের নির্দেশ নতুন বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করে তাঁর ঠাট্টা-তামাশার রসদ তৈরি করতে। খুব অল্প সময়ের মধ্যে সেটা করার জন্যে, সেই বিষয়টি মোটেও ভাল হয়নি। সেই জন্যে শো থেকে বাদ পড়ে যান কৌতুক শিল্পী।



প্রসঙ্গত, যে চ্যানেলে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার শো সম্প্রচারিত হয়, তাঁদের কর্তৃপক্ষ কোনও রাজনৈতিক নেতাকে চটাতে চান না। তাই এই সিদ্ধান্ত। এবার চ্যানেলের এই নির্দেশ প্রসঙ্গে মুখ খুললেন কৌতুক-শিল্পী স্বয়ং। তাঁর দাবি, তাঁকে শোতে পারফর্ম করতে ডাকার আগেই শোয়ের আয়োজকরা জানতেন তিনি রাজনৈতিক নেতাদের নকল করতে পটু। সেই জন্যে তাঁকে ডাকা হয় সেখানে। প্রথমে চ্যানেল কর্তৃপক্ষের মোদীর বিষয় আপত্তি থাকলেও, রাহুলের প্রসঙ্গে কোনও আপত্তি ছিল না।

তবে এধরনের নির্দেশ নিয়ে মোটেই খুশি নন কৌতুক শিল্পী। তিনি মনে করেন তাঁর সঙ্গে যেটা হয়েছে, সেটা অন্যায়, ভুল। এধরনের বিষয়কে বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করা বলে। তবে নিজেকে আর কোনও বিতর্কের মধ্যেই জড়াতে চান না এই শিল্পী।

নিজের টুইটার হ্যান্ডেলে এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন শ্যাম রঙ্গিলা.....



এদিকে এই শোতেই মেন্টর মল্লিকা দুয়া প্রসঙ্গে যৌন-ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়ান অক্ষয় কুমার। শোয়ে কেউ ভাল পারফর্ম করলে বেল বাজিয়ে তাঁকে প্রশংসা করার রীাতি আছে। মল্লিকা দুয়াও শ্যাম রঙ্গীলার শোয়ের পর তেমনই করতে চেয়েছিলেন। সেটা শুনে অক্ষয় বলেন, আপনি বেল বাজান, আমি আপনাকে বাজাবো। এরপরই অক্ষয়কে আক্রমণ করেন মল্লিকার বাবা সাংবাদিক বিনোদ দুয়া। এই মাসের শুরুতে শো থেকে সরিয়ে দেওয়া হয় মল্লিকা, কৌতুক-শিল্পী জাকির খান এবং হুসেন দালালকে। বিতর্ক প্রসঙ্গে কোনও মন্তব্য করার জন্যে পাওয়া যায়নি চ্যানেল কর্তৃপক্ষকে।