মোবাইল খুঁজে পেতে চার বছরের শিশুকন্যাকে গলা কেটে খুন, গ্রেফতার তান্ত্রিক
ABP Ananda, web desk | 02 Nov 2016 08:13 PM (IST)
গুয়াহাটি: হারানো মোবাইল খুঁজতে চার বছরের এক আদিবাসী শিশুকন্যাকে ‘বলি’ দিল ‘তান্ত্রিক’। এমনই হাড়হিম করা ভয়াবহ ঘটনা ঘটেছে অসমে। জানা গেছে, উজান অসমের চরাইদেও জেলার রতনপুর চা বাগানের তার বাড়ির কাছের একটি জঙ্গল থেকে ওই শিশুকন্যার দেহ উদ্ধার করা হয়। তার কাটা হাত ও মাথা কাছাকাছি এলাকা থেকেই খুঁজে পাওয়া যায়। মেয়েটি ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিল। জানা গেছে, জনৈক হনুমান ভুমজির মেয়ের মোবাইল হারিয়ে যায়। হারানো মোবাইল উদ্ধারের জন্য গলা কেটে খুনের আগে ওই ছোট্ট মেয়েটির ওপর নৃশংস অত্যাচারও চালানো হয়। এই নারকীয় ঘটনায় আরিফুল আলি নামে ওই তান্ত্রিকের সাগরেদ ও ভুমজিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত তান্ত্রিক আব্দুল জলিল এখনও পলাতক।