কাছাড়: বড়দিনে চার্চমুখী হলেই বেধড়ক মারধর করা হবে হিন্দুদের।এমনই হুমকি দিলেন অসমের কাছার জেলার বজরং দলের সাধারণ সম্পাদক মিঠু নাথ। বড়দিনের অনুষ্ঠানের জন্য শিলংয়ের একটি মন্দির বন্ধ করে রাখা হয়েছে বলেও তাঁর অভিযোগ।


মেঘালয়ের শিলংয়ের কুইনটন রোডে একটি মন্দির বন্ধ করে রাখার অভিযোগ তুলে দিন কয়েক ধরেই সরব বজরং দল। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রামকৃষ্ণ মিশনের মহারাজ জানিয়েছেন খাসি স্টুডেন্ট ইউনিয়নের কোনও সদস্য মন্দির বন্ধ করে রাখেননি। ওই মহারাজকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ওই সংস্কৃতি কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত মন্দিরগুলি এবং ডিসপেনসারি সঠিক ভাবে কাজ করছে। কিন্তু সে সব মানতে নারাজ মিঠু নাথ। তাঁর কথায় ’’বড়দিনে হিন্দুরা যদি চার্চে যান, তাহলে তাদের পেটানো হবে। ওরা শিলংয়ে আমাদের মন্দির বন্ধ করে রেখেছে আর আমরা ক্রিসমাস পালন করতে যাব? এটা হতে পারে না। আমরা এটা হতে দেব না।‘‘

কিন্তু বৈচিত্রের মধ্যে ঐক্য যে দেশের মূল মন্ত্র, সে দেশে বজরং দলের এমন হুমকি যে নিন্দনীয় তাও ভালোই জানেন মিঠু নাথরা। এমনকি সংবাদমাধ্যমে তাদের এ ধরনের কাজের নিন্দা হলেও তাতে তাদের ’ কিস্যু‘ যায় আসে না বলেও জানিয়েছেন তিনি। কাছার জেলার ওই বজরং দলের নেতা বলেছেন, ’’হ্যাঁ জানি সংবাদমাধ্যম আমাদের গুণ্ডা বাহিনী বলে থাকে। কিন্তু আমাদের হিন্দুদের মেয়েদের যদি হেনস্থা করা হয়, তাদের গায়ে যদি হাত পড়ে, তাহলে আমরা গুণ্ডা হয়ে উঠব। এবং গুণ্ডামি করে আমরা গর্বিত।‘‘