গুয়াহাটি: মহাত্মা গাঁধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীকে আবর্জনার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন অসমের বিজেপি বিধায়ক কামাখ্যাপ্রসাদ তাসা। পূর্ব অসমের চরাইদেও জেলার সোনারিতে এক জনসভায় তিনি বলেছেন, ‘দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ না জেনে গাঁধী, নেহরুর মতো আবর্জনা দিয়ে মানুষের মগজ-ধোলাই করেছে কংগ্রেস।’ এই জনসভায় হাজির ছিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও।


বিজেপি সাংসদের এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে কংগ্রেস। অসমের কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেছেন, ‘এটা শুধু দেশই নয়, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং সংবিধানেরও অবমাননা। এটা গুরুতর অপরাধ। কোনও বিচক্ষণ ব্যক্তি এই ধরনের মন্তব্য করবেন না।’ কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ও নেতা গৌরব গগৈও ট্যুইট করে বিজেপি সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।