গুয়াহাটি: অসমে ২০০৮ এর সিরিয়াল বিস্ফোরণ মামলায় বোড়ো উগ্রপন্থী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি)-এর প্রধান রঞ্জন দইমারি ও আরও ৯ জনের যাবজ্জীবন কারাবাস হল। বিশেষ সিবিআই বিচারক অপরেশ চক্রবর্তী বুধবার দোষী ঘোষিত ১০ জনের সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত ছিল বিশেষ সিবিআই আদালত চত্বর, তার আশপাশে।
২০০৮ এর ৩০ অক্টোবর গুয়াহাটি, কোকরাঝাড়, বরপেটা, বঙ্গাইগাঁওয়ে পরপর ৯টি বিস্ফোরণ ঘটায় বোড়ো সন্ত্রাসবাদী সংগঠনটি। ৮৮ জন নিহত ও ৫৪০ জন জখম হন।
আজ যাবজ্জীবন কারাদণ্ড হল দইমারি, জর্জ বোড়ো, বি থরাই, রাজু সরকার, আঞ্চাই বোড়ো, ইন্দ্র ব্রহ্ম, লোকো বসুমাতারি, খড়্গেশ্বর বসুমাতারি, অজয় বসুমাতারি, রাজেন গোয়ারির। প্রভাত বোড়ো, জয়ন্তী বসুমাতারি, মথুরা ব্রহ্ম-এই তিন অপরাধী অবশ্য আদালত নির্ধারিত জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যাবে। তবে নিলিম দইমারি, মৃদুল গয়ারি নামে দুই দোষী ইতিমধ্যে সাজার মেয়াদ কাটিয়ে ফেলায় তাদের মু্ক্তির নির্দেশ দিয়েছে সিবিআই আদালত।
রঞ্জন দইমারি ও আরও ১৪ জনকে গত সোমবার ভারতীয় দন্ডবিধির নানা ধারায় দোষী সাব্যস্ত করা হয়। দোষী সাব্যস্ত হয়ে গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই এনডিএফবি প্রধানের জামিন বাতিল হয়। বাকি ১৪ জন আগে থেকেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।
অসমে ২০০৮-এর ৯ বিস্ফোরণে ৮৮ জনের মৃত্যুর ঘটনায় বোড়ো জঙ্গি গোষ্ঠী প্রধান, ৯ জনের যাবজ্জীবন
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jan 2019 02:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -