গুয়াহাটি: শেষ হল অসমের ভোটগ্রহণ পর্ব। সোমবার ছিল দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই দফায় ভোট পড়েছে প্রায় ৮৫ শতাংশ। এদিন ৬১টি আসনে ভোটগ্রহণ হয়। বরপেটায় বিক্ষিপ্ত হিংসায় একজনের মারা যাওয়ার খবর মিলেছে।
কমিশন সূত্রে খবর, এদিন স্বরভোগ আসনে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুই সিআরপিএফ জওয়ান সমেত আহত হয়েছেন ৩ জন। এর আগে ৪ তারিখ প্রথম দফার ভোটগ্রহণে ৮২ শতাংশ ভোট পড়েছিল। বিপুল পরিমাণ মানুষ ভোট দেওয়ায় খুশি নির্বাচন কমিশন। এর জন্য তিনি সমগ্র অসমবাসীকে ধন্যবাদ জানিয়েছে কমিশন।
এদিকে, ভোট চলাকালীন সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী বিধিভঙ্গ করার অভিযোগে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর এই আচরণের ফলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট জেলাশাসককে গগৈর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কমিশন।
অসম নির্বাচন: শেষ দফায় ভোট পড়ল ৮৫ শতাংশ, গগৈর বিরুদ্ধে এফআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2016 05:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -