গুয়াহাটি: রাজ্যের মূলবাসী মুসলিমদের চিহ্নিত করতে অসম সরকার একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করছে।  বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থেকে রাজ্যের মূলবাসী মুসলিম জনগোষ্ঠীকে পৃথক করতেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে অসম সরকার সূত্রের খবর।
অসমের মন্ত্রী রঞ্জিত কুমার দত্ত বলেছেন, রাজ্য বাজেটে মূলবাসী মুসলিমদের উন্নয়ন পর্ষদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মূলবাসী হিসেবে বিবেচিত রাজ্যের টি এস্টেট ট্রাইব কমিউনিটির গোরিয়া, মোরিয়া, দেসি ও জোলা-ভুক্ত লোকজনদের চিহ্নিত করতে একটি সমীক্ষা চালানো হবে। তিনি বলেছেন, এটি খুবই স্পর্শকাতর বিষয়। এই সমীক্ষায় বাংলাদেশ থেকে আসা লোকজন অন্তর্ভূক্ত হবে না। এই সমীক্ষার মাধ্যমে মূলবাসী মুসলিম কারা, তা জানা যাবে।
মন্ত্রী বলেছেন, এটি বিজেপির কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নয়, তা দলের দীর্ঘদিনের দায়বদ্ধতা।
অসম সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মমিনুল আনওয়ার বলেছেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অসমে প্রচুর বাংলাদেশি মুসলমান রয়েছেন, যাঁদের সংখ্যা প্রায় ১৯ লক্ষ। মূলবাসী মুসলিম জনসংখ্যা প্রায় ১৪ লক্ষ। রাজ্যের মূল বাসিন্দা মুসলিমদের চিহ্নিত করার ক্ষেত্রে এটি সরকারের খুবই ভালো পদক্ষেপ।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা বলেছেন, সরকার যে সমীক্ষা চালাতে যাচ্ছে, তা চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছু নয়।
রাজ্যের মূলবাসী মুসলিমদের আর্থ-সামাজিক জনগণনা সংক্রান্ত ব্যাপারে অসম সরকার আজ একটি বৈঠক ডেকেছে।