গুয়াহাটি: বৃদ্ধ বাবা মা আর পঙ্গু ভাইবোনকে ভুলে বৌকে নিয়ে আলাদা হওয়ার দিন শেষ। অসম সরকার জানিয়ে দিয়েছে, কোনও রাজ্য সরকারি কর্মী এই কাণ্ড করেছেন জানা গেলে তাঁর মাইনে কেটে নেওয়া হবে ১০-১৫%।


এই মর্মে অসম এমপ্লয়িজ পেরেন্টস রেসপনসিবিলিটি অ্যান্ড নর্মস ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মনিটরিং বিল এনেছে রাজ্য। বিলের অন্য নাম অসম এমপ্লয়িজ প্রণাম বিল।

রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কোনও সরকারি কর্মী যদি বাবা মা বা পঙ্গু ভাই বোনকে দেখাশোনার দায়িত্ব অস্বীকার করেন তবে সংশ্লিষ্ট কর্মী যে বিভাগে কাজ করেন সেখানে অভিযোগ জানাতে পারবেন তাঁর বাবা মা। ওই কর্মীর মাইনে থেকে টাকা কেটে তা ফেলে দেওয়া হবে বাবা মা, অক্ষম ভাই বোনের অ্যাকাউন্টে।

হিমন্তবাবু ফেসবুকে জানিয়েছেন, পিএসইউ ও বেসরকারি সংস্থার ক্ষেত্রেও একই বিল আনবেন তাঁরা।

বিরোধী কংগ্রেস অবশ্য এই বিল অসমিয়া সমাজকে অপমান বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, এর ফলে সরকারি কর্মীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের চেষ্টা করছে সরকার।