গুয়াহাটি: সরকারি কর্মীদের খাদির পোশাক দেবে অসম সরকার। গতকাল মহাত্মা গাঁধীর জন্মদিন উপলক্ষ্যে খাদি বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানের অবকাশে এ কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব সর্মা। তিনি বলেছেন, রাজ্যের চার লক্ষ সরকারি কর্মীকে খাদির পোশাক দিতে ব্যয় হবে ১২ লক্ষ টাকা। তবে এই পোশাক অফিসে পরে আসা বাধ্যতামূলক করা হচ্ছে না বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

পোশাক সরবরাহের দায়িত্ব পাচ্ছে খাদি বোর্ড। মন্ত্রী বলেছেন, প্রতিটি সরকারি কর্মীকে খাদির পোশাক দেওয়া হবে। মহিলা হলে খাদির শাড়ি বা শালোয়ার কুর্তা, পুরুষ কর্মীদের জন্য জামা দেওয়া হবে।

সর্মা আরও বলেছেন, এই পোশাক পরে অফিসে আসা বাধ্যতামূলক করা হচ্ছে না। পোশাক এতটাই ভালো হবে যে সবাই স্বেচ্ছাতেই পরবেন। গাঁধী জয়ন্তীর মতো বিশেষ অনুষ্ঠানে কর্মীরা ওই পোশাক পরবেন বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।

সরকারের এই উদ্যোগে খাদি শিল্পের পুনরুজ্জীবনে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, প্রতি পোশাকের দাম হবে ৩০০ টাকা। সবমিলিয়ে চারলক্ষ কর্মীর পোশাকের জন্য মোট ব্যয় হবে ১২ কোটি টাকা।

এই উদ্যোগ সফল হলে খাদির স্কুল ইউনিফর্ম তৈরি করা হবে বলেও মন্ত্রী জানিয়েছেন।