গুয়াহাটি: অসমে অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করা হচ্ছে সংস্কৃত। সবপক্ষের সহমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানাল অসম সরকার। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবীরা সংস্কৃত বাধ্যতামূলক করার সিদ্ধান্তের সমালোচনায় মুখর হওয়াতেই ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছে অসম সরকার।

অসমের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, তাঁরা অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এবার ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সব সমস্যা দূর করে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে অষ্টম শ্রেণি পর্যন্ত সংস্কৃত বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয় অসম সরকার। এরপরেই বিভিন্ন মহল থেকে শুরু হয় সমালোচনা। তবে বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেছেন, সংস্কৃতের পাশাপাশি কম্পিউটার শিক্ষাও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সবাই সংস্কৃত নিয়েই সরব। রাজ্যের সরকারি স্কুলগুলিতে যথেষ্ট সংখ্যক সংস্কৃত শিক্ষক নেই। অন্য রাজ্য থেকে শিক্ষক নিয়োগ করা হবে না। এই সমস্যা দূর করতে হবে।