দেশের প্রথম নদী দ্বীপ-জেলা হচ্ছে অসমের মাজুলি
ABP Ananda, web desk | 08 Sep 2016 10:15 AM (IST)
গুয়াহাটি: দেশের প্রথম কোনও নদী দ্বীপ হিসেবে জেলা হতে চলেছে অসমের মাজুলি। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল মহকুমা থেকে মাজুলিকে জেলা ঘোষণা করবেন। এই উপলক্ষ্যে মাজুলিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও হবে।উল্লেখ্য, মাজুলি বিধানসভা আসন থেকেই নির্বাচিত হয়েছেন সোনেওয়াল। মাজুলির সঙ্গে বাকি বিশ্বের কোনও রেল বা সড়ক যোগাযোগ নেই। ৩৪০ বর্গ মাইল ব্রহ্মপুত্র অববাহিকার এই দ্বীপটি উত্তর-পূর্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এর জনসংখ্যা ১.৬০ লক্ষ। দ্বীপটিকে জেলা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।