তেজপুর: মাধ্যমিক পরীক্ষা শেষে সাত বন্ধু মিলে বারো বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। সাত অভিযুক্তকই গ্রেফতার। ঘটনা অসমের তেজপুরের। পুলিশের অনুমান, গত শুক্রবার অপরাধ সংগঠিত করার পর ওই নাবালিকাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। চাকলা গ্রামের এই ঘটনায় তদন্ত শুরু করেছে গোহপুর থানা।
সংবাদসংস্থাকে এক সিনিয়র অফিসার জানিয়েছেন, অভিযুক্তদের প্রত্যেকেরই স্কুল সার্টিফিকেট রয়েছে এবং সকলকেই হেফাজতে নেওয়া হয়েছে। সেই অফিসার আরও জানান, পরীক্ষার পরই সাত বন্ধু মিলে পার্টি করার নাম করে নাবালিকাকে ডেকে পাঠায়। তারপরই তাকে গণধর্ষণ করে খুন করা হয়। দেহ ঝুলিয়ে দেওয়া হয় গাছে। শনিবার নাবালিকার দেহ উদ্ধার করা হয়।