গুয়াহাটি: অসমে দেশের দীর্ঘতম সেতুর আজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য এদিন সকালে তিনি উত্তর-পূর্বের এই রাজ্যের ডিব্রুগড়ে পৌঁছন। তিনসুকিয়া জেলায় লোহিত নদীর ওপর ঢোলা-সাদিয়া সেতু উদ্বোধনের পর তিনি যান ধেমাজি জেলায়। সেখানে একটি কৃষি গবেষণা কেন্দ্রের শিলান্যাস করেন মোদী।
এরপর বিকেলে গুয়াহাটিতে এইমস হাসপাতালের একটি শাখারও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এদিকে, আজই কেন্দ্রে মোদী সরকারের তিনবছর ও অসমে বিজেপি সরকারের একবছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিন বছর আগে ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদী।
অসমের লোহিত নদীর ওপর তৈরি হয়েছে ঢোলা-সাদিয়া সেতু। ৯.১৫ কিলোমিটার লম্বা এই সেতুতে থাকছে তিনটি লেন। প্রতিবেশী দুই রাজ্য অসম আর অরুণাচল প্রদেশকে যুক্ত করবে এই সেতু। এই সেতু চালু হওয়ায় দুই রাজ্যের মধ্যে সড়কপথে যাতায়াতের দূরত্ব ১৬৫ কিলোমিটার কমবে। এতদিন অসমের ঢোলা থেকে অরুণাচল প্রদেশের সাদিয়া পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সময় লাগত ৬ ঘণ্টা। কিন্তু এখন সময় লাগবে মাত্র একঘণ্টা। শুধু সাধারণ মানুষই নয়, সেনাবাহিনীর কাছেও এই সেতুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অরুণাচলের উত্তর দিকে রয়েছে চিন সীমান্ত। ফলে এই অঞ্চল থেকে দেশের মূলভাগের সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঢোলা-সাদিয়া সেতু। সাঁজোয়া গাড়ি যাতায়াতের পরিকাঠামোও রয়েছে এই সেতুতে।
ভূপেন হাজারিকার নামে অসমে দেশের বৃহত্তম সেতুর উদ্বোধন মোদীর
ABP Ananda, web desk
Updated at:
26 May 2017 10:57 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -