নয়াদিল্লি: কথায় বলে, উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। কে বসবেন আগামী ৫ বছরের জন্য গোবলয়ের এই অতি গুরুত্বপূর্ণ রাজ্যের মসনদে? পাশাপাশি একইসঙ্গে ঠিক হবে পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরের ভাগ্য।
১১টা থেকে বোঝা যাবে কোন রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে। ১২টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে চূড়ান্ত পরিস্থিতি।
নির্বাচন কমিশন জানিয়েছে, সন্ধের মধ্যে শেষ হয়ে যাবে ভোটগণনা প্রক্রিয়া।
ভোটগণনা হবে মোট ১৫৭টি কেন্দ্রে- উত্তরপ্রদেশে ৭৫, পঞ্জাবে ৫৩, উত্তরাখণ্ডে ১৫, মণিপুরে ১২ ও গোয়ায় ২টি কেন্দ্রে। পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার আধঘণ্টা পর শুরু হবে ইভিএমের ভোট গোনা।
বিভিন্ন চ্যানেলে দেখানো এক্সিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি। ৪০৩টি আসনের মধ্যে তারা পেতে পারে ১৬৪ থেকে ২১০টি আসন।
পঞ্জাবে লড়াই মূলত কংগ্রেস ও এএপির মধ্যে।
উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর যেতে পারে বিজেপির দখলে।
৮টা থেকে শুরু হচ্ছে ভোটগণনা, বেলা ১১টা থেকে স্পষ্ট হবে ৫ রাজ্যে ভোটের হালচাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2017 07:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -