কে হবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী? আলোচনা বিজেপির অন্দরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2017 01:14 PM (IST)
দেহরাদুন: কংগ্রেসকে উৎখাত করে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেবভূমিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। কিন্তু কে হবেন উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী? এ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে। উত্তরাখণ্ডে এক সময় মুখ্যমন্ত্রী থাকা ৪ নেতা রয়েছেন এই দৌড়ে। রমেশ পোখরিয়াল নিশঙ্ক, ভুবন চন্দ্র খান্ডুরি, ভগৎ সিংহ কোশিয়ারি ও কংগ্রেস থেকে কিছুদিন আগেই বিজেপিতে আসা বিজয় বহুগুণা। তা ছাড়া দৌড়ে রয়েছেন সতপাল মহারাজ। তিনিও আগে কংগ্রেসে ছিলেন, ২০১৪-র লোকসভা ভোটের আগে যোগ দেন বিজেপিতে। শুধু মুখ্যমন্ত্রীর আসন নিয়েই নয়, জল্পনা চলছে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়েও। ভোটের আগে বহু কংগ্রেস নেতা বিজেপিতে নাম লেখান। তাঁরাও রয়েছেন মন্ত্রিত্বের দৌড়ে। রাজ্যে মোট ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬৯টির ফল সামনে এসেছে। বিজেপি জিতেছে ৫৬টিতে, কংগ্রেস পেয়েছে ১১টি। মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত লড়েছিলেন দুটি সিট থেকে, দুটিতেই হেরেছেন তিনি।