লখনউ ও ইম্ফল: বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে আজ ষষ্ঠ দফা ও মণিপুরে প্রথম দফায় ভোট গ্রহণ চলছে। উত্তরপ্রদেশের ৭টি জেলার ৪৯টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। এই দফায় প্রার্থীর সংখ্যা ৬৩৫। ভোটদাতার সংখ্যা প্রায় ১ কোটি ৭২ লক্ষ। এর মধ্যে প্রায় ৭৭ লক্ষ মহিলা। এই দফাতেই রয়েছে মুলায়ম সিংহ যাদবের দুর্গ আজমগড়। রয়েছে বিজেপি নেতা যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র গোরক্ষপুর।
এদিকে, মণিপুরে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৩৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় প্রার্থীর সংখ্যা ১৬৮। ভোটদাতার সংখ্যা প্রায় ১৯ লক্ষ। এর মধ্যে প্রায় ৯ লক্ষ ৭৩ হাজার মহিলা। দ্বিতীয় দফার ভোট হবে আগামী ৮ মার্চ।
উত্তরপ্রদেশে ষষ্ঠ ও মণিপুরে প্রথম দফার ভোটগ্রহণ চলছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2017 09:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -