ওমর ট্যুইট করেন, দুঃখের কথা হল, যারা বলেন, বেকারদের হাতে কাজ, উন্নয়নই কাশ্মীরে হিংসা, বিচ্ছিন্নতার অবসান ঘটাবে, এ ঘটনা তাঁদেরও জবাব দিল। কাশ্মীরে অন্তহীন ট্র্যাজেডির ভিড়ে আরেকটি দুঃখজনক সংযোজন ঘটল। সোপিয়ানের বাদিগ্রামে ৫ হিজবুল সন্ত্রাসবাদী নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয় আজ। তাদের মধ্যে আছেন ওই অধ্যাপক, যিনি জঙ্গি বাহিনীতে একেবারে সদ্য রিক্রুট হন বলে খবর। শুধু চাকরি, উন্নয়নেই হিংসা বন্ধ হবে না, দেখাল অধ্যাপকের মৃত্যু, বললেন ওমর
Web Desk, ABP Ananda | 06 May 2018 06:20 PM (IST)
শ্রীনগর: শুধু চাকরি, উন্নয়নের ব্যবস্থা করলেই হবে না। এটা কাশ্মীরে 'হিংসা, বিচ্ছিন্নতা' দূর করার সমাধানসূত্র নয়। রবিবার কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মৃত্যুর ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওই অধ্যাপক মৃত্যুর মাত্র কিছু আগে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম হওয়া মহম্মদ রফি ভাট কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি বিভাগের কন্ট্র্যাক্টে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মৃত্যুতে বিস্ময় ছড়িয়েছে।