কানপুর: বয়স মাত্র ১৫। আর এই বয়সেই জেইই-অ্যাডভান্সড প্রবেশিকা পরীক্ষায় উতরে তাক লাগিয়ে দিল অভয় অগ্রবাল। সম্ভবত, আইআইটি-র ইতিহাসে ভর্তি হওয়া দেশের সর্বকনিষ্ঠ পড়ুয়া হতে চলেছে ফিরোজাবাদের এই কিশোর প্রতিভা।


আসন্ন নভেম্বর ১৬ বয়স পূর্ণ করবে অভয়। তার সমবয়সী ছেলেমেয়েরা স্কুল ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অভয় তাদের তুলনায় কয়েক যোজন এগিয়ে। চলতি বছর জেইই-অ্যাডভান্সড পরীক্ষায় সর্বভারতীয় ২৪৬৭ র‌্যাঙ্ক পেয়েছে অভয়।


ইতিমধ্যেই বারাণসীর আইআইটি-তে আসন পেয়েছে এই কিশোর। তবে, অন্য আআইটিতে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে অভয়ের। সম্প্রতি, নিজের শিক্ষগত শংসাপত্র দিতে কানপুরের আইআইটিতে যায় সে।


কানপুর আইআইটি-র উপ-প্রধান প্রফেসর সালাব বলেন, কিশোর প্রতিভার সঙ্গে তাঁর দেখা হয়েছে। তার বয়স জানতে পেরে আইআইটি-র অধ্যাপকরা বিস্ময় প্রকাশ করেন। সালাবের মতে, সম্ভবত, আইআইটি-তে এত কম বয়সে কেউ ভর্তি হয়নি।


জানা গিয়েছে, কানপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আসন পেয়েছে অভয়। যদিও, কিশোর জানিয়েছে, সে রুরকিতে ভর্তি হতে চায়।


ছেলের কৃতিত্বে গর্বিত অভয়ের বাবা মুকেশ, যিনি ফিরোজাবাদ নগর নিগমের পাম্প অ্যাটেন্ডেন্টের পদে কাজ করেন। তিনি জানান, ছোটবেলা থেকেই বিরল প্রতিভার অধিকারী অভয়।


কিশোর জানায়, পরীক্ষার প্রস্তুতির সময়ে সে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। তবে, গত তিনবছর ধরে সে ফেসবুক করে। সে বলে, জেইই-অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাবা আমাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছে।


সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৭.২ শতাংশ পেয়েছে অভয়। তার আগে দশম শ্রেণিতে সে ৮৫ শতাংশ পেয়েছিল। অভয় জানায়, সে রোবোটিক্স নিয়ে গবেষণা করতে চায়। তাই মেকানিক্যাল ইঞ্জিনিারিং নিয়ে পড়তে ইচ্ছুক।