নয়াদিল্লি: নাম না করে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে পৌঁছতে দেরির জন্য শ্রোতা, দর্শকবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিতে গিয়ে পরোক্ষে বায়ুসেনার অভিযানের কথা বলেন তিনি।
আজ রাষ্ট্রপতি ভবনে ২০১৫-২০১৮র গাঁধী শান্তি পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সেখানে পৌঁছনোর আগে সকাল ১০টা নাগাদ নিজের সরকারি বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে পৌরহিত্য করেন প্রধানমন্ত্রী। সেজন্য রাষ্ট্রপতি ভবনে পৌঁছতে কিছুটা বিলম্ব হয় তাঁর। সেখানকার অনুষ্ঠান শুরু হয় একটু দেরিতে। মোদি অনুষ্ঠানে ভাষণের শুরুতে বলেন, প্রথমেই বিলম্বের জন্য ক্ষমা চাইছি। আমার এখানে আসতে বিলম্বের জন্য অনুষ্ঠান শুরু হল দেরিতে। অন্য কিছু কাজে ব্যস্ত ছিলাম। দেরি হয়ে গেল।
পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় সোমবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে কয়েকটি জায়গায় জঙ্গি ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।
গাঁধী শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরোক্ষে পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে বায়ুসেনার অভিযানের উল্লেখ মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
26 Feb 2019 01:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -