বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টের আলটিমেটামের পরেও বেশ কিছুদিন টালবাহানা চলেছে। কিন্তু শীর্ষ আদালতের অসন্তোষ এড়াতে শেষমেষ তামিলনাড়ুকে কাবেরীর জলের ভাগ দিতে রাজি হল কর্নাটক। রাজ্য বিধানসভার দুই কক্ষে এ ব্যাপারে সোমবার এক প্রস্তাব পাশ হয়েছে। এতে বলা হয়েছে, চাষবাষ ও পানীয় জলের প্রয়োজন মেটাতে কাবেরীর জল ছাড়া শুরু হবে। অর্থাৎ তামিলনাড়ুও পাবে সেই জলের ভাগ। গত কয়েক দিনে কাবেরী অববাহিকার জলবৃদ্ধির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার রাত থেকে ৬দিন কাবেরীর জল ছাড়বে কর্নাটক। ৬দিন ধরে ছাড়া হবে অন্তত ৬,০০০ কিউসেক জল। এর আগে সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর জন্য কাবেরীর জল ছাড়তে কর্নাটককে নির্দেশ দেয়। কিন্তু রাজ্যজুড়ে প্রবল অসন্তোষ ও বিক্ষোভের জেরে সিদ্দারামাইয়া সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে জানিয়ে দেয়, সুখার মরসুমে তারা তামিলনাড়ুকে জলের ভাগ দিতে পারবে না। সোমবার সুপ্রিম কোর্ট কর্নাটক সরকারকে তাদের এই একগুঁয়েমির জন্য ভর্ৎসনা করে মন্তব্য করে, আদালতের নির্দেশ মানার ব্যাপারে কিছু সদিচ্ছা রাজ্যের দেখানো উচিত। এরপরেই কর্নাটকের এই জল ছাড়ার সিদ্ধান্ত।

জল ছাড়া শুরুর পর কৃষ্ণারাজা সাগর বাঁধ থেকে শুক্রবার রাতের মধ্যে বিলিগুন্ডলু পৌঁছবে কাবেরীর জল। আর ১ সপ্তাহের মধ্যে তা কাজে লাগাতে পারবেন তামিলনাড়ুর কৃষকরা। কেন এতদিন জল না ছাড়ার ব্যাপারে জেদ করার পরেও এভাবে ১৮০ ডিগ্রি ঘুরে গেল কর্নাটক?  সিদ্দারামাইয়ার বক্তব্য, আগামী জুন পর্যন্ত পানীয় জল জমিয়ে রাখতে সক্ষম হয়েছেন তাঁরা। তাই এইবার অতিরিক্ত জল ছেড়ে দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছেন।