রাজস্থানের সোয়াই মাধোপুরে নদীতে পড়ল বাস, মৃত অন্তত ৩২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2017 11:25 AM (IST)
ভরতপুর: রাজস্থানে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। ৩৪ আসনের বেসরকারি বাসটি আসছিল মধ্যপ্রদেশ থেকে। যাত্রীরা দৌসার লালসোট এলাকার বাসিন্দা, তাঁরা রামদেবরা যাচ্ছিলেন। সওয়াই মাধোপুর জেলার মালারনা দুঙ্গার এলাকায় বনস নদীর ওপর সেতু দিয়ে চলার সময় একটি গাড়িকে টপকাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেতু ভেঙে সোজা গিয়ে পড়ে বনস নদীতে। বাসের জানালা গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার হয় একের পর এক মৃতদেহ। জেলা হাসপাতালের মর্গে দেহগুলি পাঠানো হয়েছে। আহতদের পাঠানো হয়েছে আশপাশের হাসপাতালগুলিতে। স্থানীয় ডিস্ট্রিক্ট কালেক্টর ও এসপি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করছেন। সবকটি বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, আহতদের সঙ্গে সঙ্গে ভর্তি করে নিতে। ক্রেন দিয়ে নদী থেকে তোলা হয়েছে বাসটি। স্থানীয় মানুষও হাত লাগান উদ্ধারকাজে।