চেন্নাই: তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে দাবানলের ফলে মৃত্যু হল পর্বতারোহনের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া ৯ জনের। তাঁদের মধ্যে চারজন মহিলা ও একটি শিশুও আছে। এখনও পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে আটজন গুরুতর জখম হয়েছেন। ১০ জন সামান্য জখম।

পর্বতারোহনের প্রশিক্ষণে গিয়ে গতকাল দাবানলের মুখে পড়েন ৩৬ জন। আজ সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারকার্য। গড়ুর কম্যান্ডো ফোর্সের ১৬ জন কম্যান্ডো উদ্ধারকার্য চালাচ্ছেন। বায়ুসেনার চারটি চপার কাজে লাগানো হচ্ছে। আরও একটি চপার তৈরি রাখা হয়েছে। উদ্ধারকার্য দেখভাল করার জন্য যাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।

গতকাল এই ছাত্র-ছাত্রীদের দাবানলে আটকে পড়ার খবর আসতেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে যোগাযোগ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রতিরক্ষামন্ত্রী। এরপরেই শুরু হয় উদ্ধারকার্য। থেনির কালেক্টরের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।



পুলিশ সূত্রে খবর, কোয়েম্বাত্তুর ও এরোড থেকে ছাত্র-ছাত্রীরা কুরাঙ্গাই-কোঝুকু পার্বত্য অঞ্চলে পর্বতারোহনের প্রশিক্ষণ নিচ্ছিলেন। রবিবার দুপুরে হঠাৎই দাবানল শুরু হয়। স্থানীয় লোকজনই প্রথমে উদ্ধারকার্য শুরু করেন। বন দফতর ও দমকল বিভাগের কর্মীরাও উদ্ধারকার্যে যোগ দিয়েছেন। পাঠানো হয়েছে মেডিক্যাল টিম।