পুনে: পুনের ভাট নগরের পিম্পরি গ্রামে বিয়ে চলাকালীন নিজেদেরই জাতের লোকের হাতে প্রহৃত হলেন স্থানীয় কয়েকজন যুবক। তাঁদের অপরাধ, বিয়ের প্রথম রাতে নববধূর কুমারীত্বের পরীক্ষা নেওয়ার যে প্রথা দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে চলে আসছে, তার বিরোধিতা করেন তাঁরা।

কঞ্জরভাট সম্প্রদায়ের এই যুবকদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, স্টপ দ্য ভি-রিচুয়াল। বিয়ের প্রথম রাতে তাঁদের পঞ্চায়েতের নির্দেশে নববধূ কুমারী কিনা তার যে পরীক্ষা করা হয়, তার বিরোধিতা করেন তাঁরা।

নিমন্ত্রণ পেয়ে প্রশান্ত অঙ্কুশ ইন্দ্রেকর নামে বছরপঁচিশের এক স্থানীয় যুবক সপরিবারে ওই বিয়ের অনুষ্ঠানে যান। রাত নটার মধ্যে বিয়ে শেষ হয়ে যায়, পঞ্চায়েত বসিয়ে তখন টাকা চাওয়া হয় বর-কনের কাছ থেকে। এছাড়া কনের কুমারীত্ব পরীক্ষা সংক্রান্ত আলোচনাও চলতে থাকে, কারণ তা নাকি পরম্পরা। ঘটনাস্থলেই ছিলেন ইন্দ্রেকর। তিনি কিছু না বললেও কথা ওঠে, তাঁদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে যা কঞ্জরভাট সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কুমারীত্ব পরীক্ষার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে।

তা নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, তারপর কনের ভাই সহ ৩০-৪০ জন জড়ো হয়ে ইন্দ্রেকর ও তাঁর বন্ধুদের মারতে শুরু করে। চামড়ার বেল্ট দিয়েও তাঁদের পেটানো হয় বলে অভিযোগ। ইন্দ্রেকর এ ব্যাপারে পিম্পরি থানায় ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ অবশ্য এখনও মাত্র ২ জনকে গ্রেফতার করেছে। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কুমারীত্ব পরীক্ষার বিরুদ্ধে প্রচারের জন্যই এই হামলা চলেছে ইন্দ্রেকরদের ওপর।