নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর গুজব। এই গুজবের বিন্দুমাত্র সত্যতা নেই। এরপরও খবর যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় বাজপেয়ীর প্রতি একাংশ শ্রদ্ধাও নিবেদন করে ফেললেন।
ভক্ত ও অনুরাগীরা জানিয়ে দেন যে, এর কোনও ভিত্তিই নেই। যদিও বিজেপির পক্ষ থেকে এই গুজবকে নাকচ করে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বাজপেয়ীর মৃত্যুর গুজব এর আগেও ভাইরাল হয়েছিল। ২০১৫-কে ওড়িশার একটি স্কুলের প্রধান শিক্ষক বাজপেয়ীর মৃত্যুর খবর শোনার পর ছুটিও ঘোষণা করে দিয়েছিলেন। পরে জানা যায়, ওই খবর ভুয়ো। এরপর জেলা প্রশাসন ওই শিক্ষককে খবরের সত্যতা যাচাই না করার জন্য সাসপেন্ড করেছিল।
এবার বিশেষ করে হোয়াটস্যাপে বাজপেয়ীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
অসুস্থ   প্রাক্তন প্রধানমন্ত্রীর এখন হুইল চেয়ারে বসেই দিন কাটে।