নয়াদিল্লি: ভারতে ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমজিসি)-র ক্ষেত্রে অত্যন্ত পরিচিত কোম্পানি হল পতঞ্জলি। এবার মোবাইল সিমকার্ড চালু করে কোম্পানি টেলিকম দুনিয়াতেও পা রাখতে চলেছে। যোগগুরু রামদেবের কোম্পানি গত রবিবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের সঙ্গে হাত মিলিয়ে এই স্বদেশী সম্বৃদ্ধি সিমকার্ড চালু করেছে।
প্রাথমিকভাবে পতঞ্জলির কর্মীরাই এই সিম কার্ড পাবেন। পুরোদস্তুর চালু হয়ে গেলে এই সিম কার্ডের মাধ্যমে পতঞ্জলির পণ্যে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
পতঞ্জলির সিমকার্ডে গ্রাহকরা ১৪৪ টাকার রিচার্জে সারা দেশে আনলিমিটেড কল, ২ জিবি ডেটা ও ১০০ মেসেজ পাবেন। এরসঙ্গে থাকছে গ্রাহকদের স্বাস্থ্য ও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বিমাও।
সিমকার্ড চালু করার অনুষ্ঠানে রামদেব বলেছেন, বিএসএনএল একটি স্বদেশী নেটওয়ার্ক। পতঞ্জলি ও বিএসএনএল-উভয়ের লক্ষ্যে দেশবাসীর কল্যাণ। দেশে বিএসএনএলের পাঁচ লক্ষ কাউন্টার রয়েছে। সেখান থেকে এই সিমকার্ড পাওয়া যাবে।