নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের দাম কমলেও, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ৫.৫৭ টাকা। যদিও আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৪.৫০ টাকা কমানো হয়েছে। বিমানের জ্বালানির দামও ৫.১ শতাংশ কমানো হয়েছে।
এর আগে ১ মার্চ ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সিলিন্ডার প্রতি ৮৬ টাকা। এখন আন্তর্জাতিক বাজারে দাম কমায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমানো হল। তবে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গত দু মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ায়নি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই কারণেই এবার দাম বাড়ানো হল বলে জানানো হয়েছে।
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল ৫.৫৭ টাকা
Web Desk, ABP Ananda
Updated at:
02 Apr 2017 02:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -