অম্বালা: জম্মু ও কাশ্মীরে হিংসার আগুন ছড়ানোর উস্কানি দিতে ষড়যন্ত্র করার অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা দায়ের করা হল অম্বালার একটি আদালতে।


অ্যান্টি-টেররিস্ট ফ্রন্ট অফ ইন্ডিয়ার (এটিএফআই) সভাপতি বীরেশ শাণ্ডিল্য অম্বালার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে এই মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, নওয়াজ শরিফের উস্কানিতেই ইয়াসিন মালিক, সঈদ আলি শাহ গিলানি এবং শাবির শাহের মতো বিচ্ছিন্নতাবাদী নেতারা কাশ্মীর উপত্যকায় অশান্তি ছড়াচ্ছে।

শাণ্ডিল্যর আইনজীবী জানান, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ওই মামলা দায়ের করা হয়েছে। বিচারক স্বাতী সেহগল ওই মামলাটিকে প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হর্ষ কুমারের কাছে পাঠিয়ে দেন।