নয়াদিল্লি: ফের বেঙ্গালুরুতে উত্তর-পূর্ব ভারতের নাগরিকের ওপর অত্যাচার। বেশি জল চাওয়ায় কলেজ পড়ুয়াকে চাটানো হল জুতো! হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করলেন কিরেন রিজিজু।
অভিযোগ, গত ৬ তারিখ হিগিও গুন্তে নামে অরুণাচলের বাসিন্দা এক তরুণকে মারধর করা হয়। শুধু তাই নয়, বেশি পরিমাণ জল ব্যবহার করার জন্য বাড়ির মালিক তাঁকে দিয়ে নিজের জুতো চাটায় বলেও অভিযোগ।
এই ঘটনায় বেঙ্গালুরুর ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের অভিযোগের ভিত্তিতে গত ৯ তারিখ পুলিশ হেমন্ত কুমার নামে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, যেখানে আমরা বিদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করি, সেখানে দেশে এই ধরনের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ওই ঘটনায় পুলিশ তদন্তের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও তদন্ত করে দেখছে। তাঁর আশ্বাস, দোষীরা যথাযথ শাস্তি পাবে। তিনি যোগ করেন, এই ঘটনার জন্য গোটা সমাজের উচিত দায় নেওয়া। আমাদের ভাবা উচিত, কেনই বা এত ধৃণা ও অসহিষ্ণু মানসিকতা আজও থাকবে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, অরুণাচল পড়ুয়ার ওপর যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি আশ্বাস দেন, পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
https://twitter.com/KirenRijiju/status/841260908890456064
https://twitter.com/KirenRijiju/status/841202379143831556
https://twitter.com/ANI_news/status/841263287283011587