জানা যাচ্ছে, ৫-৬ জন দুষ্কৃতী এসে বাড়ির বেল বাজায়। সিসিটিভিতে ধরা পড়েছে, আবিদ আলি বেরিয়ে এলে তাঁকে মারধর শুরু করে তারা। লাঠি দিয়েও হামলা চলে। ঠিক সে সময় বেরিয়ে আসেন আবিদ আলির স্ত্রী, যিনি পেশায় আইনজীবী। লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলি চালাতে শুরু করেন তিনি। দুষ্কৃতীরা তখনই চম্পট দেয়।
দেখুন সেই ভিডিও
জানা গিয়েছে, একটি জমি নিয়ে বিতর্কের জেরে আবিদের ওপর এই হামলা। পুলিশ মামলা রুজু করেছে, অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।