নানকানা সাহিবের ঘটনা ন্যক্কারজনক, নিন্দনীয়, ধিক্কার জানিয়ে ট্যুইট জাভেদ আখতারের
Web Desk, ABP Ananda | 05 Jan 2020 07:04 PM (IST)
এদিকে, উত্তেজনার আবহে নানকানা সাহিব থেকে শিখদের নগরকীর্তন বার করা নিয়েও আপত্তি জানাতে পারে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের খবর, শিখ ধর্মস্থলে পাথর ছোড়ার পর থেকে গোটা এলাকা বেশ থমথমে হয়ে রয়েছে।
নয়াদিল্লি: পাকিস্তানের নানকানা সাহিবে শিখ সম্প্রদায়ের উপর নজিরবিহীন আক্রমণের তীব্র নিন্দা করলেন জাভেদ আখতার। গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ বলেছেন, ‘নিন্দনীয় এবং ন্যক্কারজনক ঘটনা’। ভিতরে আটকে একাধিক পুণ্যার্থী। বাইরে চলছে শিখ-বিরোধী স্লোগান এবং তার সঙ্গে ছোড়া হচ্ছে পাথর। শুক্রবার ভাইরাল হয়েছিল পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারের এই ভিডিও। এক শিখ তরুণী এবং মুসলিম তরুণের বিয়ে ঘিরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের এই গুরুদ্বার। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। ক্ষুব্ধ জাভেদও। তিনি ট্যুইট করেছেন, ‘নানকানা সাহিবে মৌলবাদীরা যা করেছে তা অত্যন্ত ন্যক্কারজনক এবং নিন্দনীয়। একটি সম্প্রদায়ের নিরীহ কিছু মানুষের সঙ্গে এটা কী ধরনের অমানবিক আচরণ।’ এদিকে, উত্তেজনার আবহে নানকানা সাহিব থেকে শিখদের নগরকীর্তন বার করা নিয়েও আপত্তি জানাতে পারে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের খবর, শিখ ধর্মস্থলে পাথর ছোড়ার পর থেকে গোটা এলাকা বেশ থমথমে হয়ে রয়েছে।