তিরুবনন্তপুরম: কেরলের রাজ্যপাল পি সদাশিবম রাজ্যের ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক সরকারের কাছে বিজেপি-আরএসএস ক্যাডারদের ওপর হামলার অভিযোগ পেয়ে রিপোর্ট চাইলেন। দলীয় রাজ্য সভাপতি কুম্মানম রাজশেখরণের নেতৃত্বে রাজভবনে তাঁর কাছে গিয়ে বিজেপি প্রতিনিধিদল পিটিশন দিয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যে বিজেপি-সঙ্ঘ কর্মীদের ওপর শাসক সিপিএমের লোকজন হামলা করছে। তিনি হামলা বন্ধে ব্যবস্থা নিন। রাজভবন প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপাল পিটিশনটি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তিনি রিপোর্টও চেয়েছেন।
বিজেপির পিটিশনে অভিযোগ করা হয়েছে, কৌশল বদলেছে সিপিএম। খুন-হত্যা থেকে তারা মারাত্মক জখম বা প্রায় মেরে ফেলার রাস্তা নিয়েছে। বিজেপি-সঙ্ঘ ক্যাডারদের ওপর 'একতরফা', 'বিরামহীন' হামলার ফলে আগের নেওয়া শান্তি উদ্যোগগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সুতরাং হিংসা রুখতে আগাম পর্যাপ্ত, যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক 'রাজনৈতিক সংশ্রব, যোগাযোগ থাকা' পুলিশ অফিসারদের।
রাজভবনের বিবৃতিতে প্রকাশ, গতকাল তলব পেয়েই রাজভবনে গিয়ে রাজ্যপালকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাখ্যা দেন পুলিশ প্রধান লোকনাথ বেহরা। রাজভবনের বাইরে সাংবাদিকদের কেরল বিজেপি সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কাছে অভিযোগ জানিয়ে কাজের কাজ কিছুই হত না, সেজন্যই তাঁরা রাজ্যপালকে সব জানিয়েছেন।
গত বছর বামেরা কেরলে ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক হামলায় ১৫ বিজেপি-সঙ্ঘ কর্মীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে যে বৈঠক ডেকেছিলেন, সেখানে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা, কিন্তু শাসক দলের হামলা অব্যাহত রয়েছে।
বিজেপি সভাপতি অমিত শাহও কেরলে পদযাত্রা করে দলীয় কর্মীদের ওপর বামেদের হামলার অভিযোগ তুলে বলেছিলেন, নিরীহ বিজেপি-আরএসএস কর্মীদের হত্যার দায় কি মুখ্যমন্ত্রী বিজয়ন নেবেন?
কেরলে বিজেপি-আরএসএস ক্যাডারদের ওপর সিপিএমের হামলার অভিযোগ, বিজয়ন সরকারের রিপোর্ট চাইলেন রাজ্যপাল
Web Desk, ABP Ananda
Updated at:
26 Dec 2017 09:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -