কিন্তু রাহুল কোনও প্রতিক্রিয়া দেওয়ার আগেই স্বয়ং মোদী সম্পর্কে নিজের মন্তব্যে অনড় জিগনেশ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস সভাপতি বললেও তিনি ক্ষমা চাইবেন না! সুর চড়িয়ে জিগনেশ বলেছেন, আমি জেহাদিদের সঙ্গে যোগসাজশ থাকা নানা সংগঠনের কাছ থেকে টাকা নিই বলে অভিযোগ করার জন্য ক্ষমা চাইতে হবে বিজেপি, অমিত শাহ, বিজয় রূপানিকে। প্রসঙ্গত, গুজরাত ভোটে ভাদগাম কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয়কুমার চক্রবর্তীকে ১৯,৬৯৬ ভোটে পরাজিত করেছেন কংগ্রেস সমর্থিত জিগনেশ। মোদী অপ্রাসঙ্গিক, বুড়ো হয়েছেন, হিমালয় চলে যান! মন্তব্য করায় বিতর্ক, তীব্র নিন্দা বিজেপির, রাহুল গাঁধী বললেও ক্ষমা চাইব না, জানিয়ে দিলেন জিগনেশ
Web Desk, ABP Ananda | 20 Dec 2017 01:53 PM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সম্পর্কে জিগনেশ মেবানির মন্তব্যে প্রবল আলোড়ন। গুজরাত বিধানসভা ভোটে কংগ্রেসের সমর্থনে নির্দল হিসাবে জয়ী রাজ্যের দলিত আন্দোলনের মুখ মেবানি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, মোদী ভীষণ অপ্রাসঙ্গিক, অর্থহীন হয়ে পড়েছেন। বারবার এক কথা বলছেন। বুড়ো হয়ে গিয়েছেন। ওনার হিমালয়ে যাওয়ার সময় হয়েছে। ওনাকে ওখানে চলে যেতে বলুন! এটা জানাজানি হতেই তীব্র অসন্তোষ জানায় বিজেপি। জিগনেশের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অসম্মানের অভিযোগ তুলে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও ট্যুইট করেন, শ্রী রাহুল গাঁধী, জিগনেশ মেবানি প্রধানমন্ত্রীকে খারাপ, কদর্য ভাষায় অপমান করেছেন। এই নতুন 'ভালবাসার রাজনীতি' নিয়েই অহঙ্কার করেন আপনি? আপনি কি শরিকদের এভাবে গালিগালাজ করার শিক্ষা দিচ্ছেন? আপনার মধ্যে সামান্যতম নৈতিকতা বোধ থাকলে আপনার সহযোগীর অশালীনতার জন্য ক্ষমা চান।