ঔরাঙ্গাবাদে মাওবাদী হামলা, আইইডি বিস্ফোরণ, নিহত ১০ কোবরা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2016 06:40 AM (IST)
ঔরাঙ্গাবাদ: বিহারে গয়া-ঔরঙ্গাবাদের মাঝে মাওবাদী হানা। আইইডি বিস্ফোরণ, যৌথ বাহিনীকে ঘিরে গুলিবৃষ্টি। নিহত ১০ কোবরা জওয়ান। পাল্টা গুলিতে ৩ মাওবাদীর মৃত্যু বিহারের ঔরাঙ্গাবাদের জঙ্গলে সিআরপিএ জওয়ানরা টহল দিচ্ছিল। সেই সময়ই জঙ্গলের রাস্তায় মাইন রেখে ফাঁদ পেতে রাখে মাওবাদীরা। দুমারি নালা কাছে মাইনগুলো পাতা ছিল। আচমকাই বিস্ফোরণ ঘটে তাতে। মাওবাদীদের ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল, INSAS রাইফেল এবং গ্রেনেড লঞ্চার। এই ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।