উদয়পুরে ম্যাসাজ পার্লারে অস্ট্রেলিয় মহিলা পর্যটকের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার মালিক
Web Desk, ABP Ananda | 27 Mar 2017 08:06 PM (IST)
জয়পুর: রাজস্থানের উদয়পুরের এক ম্যাসাজ পার্লারে গিয়েছিলেন। সেখানে তাঁর শ্লীলতাহানি করেছেন পার্লারের মালিক। ৩১ বছর বয়সি অস্ট্রেলিয়া থেকে আসা মহিলা পর্যটকের এহেন অভিযোগ পেয়ে ৪৫ বছর বয়সি পার্লার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ২৫ মার্চ। উদয়পুরের পুলিশ সুপার রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, ওইদিন হনুমান ঘাটের কাছে পার্লারে গিয়েছিলেন ওই মহিলা। তাঁর দাবি, ম্যাসাজের নামে বদ মতলবে তাঁকে স্পর্শ করেন সেখানকার মালিক। মহিলার বক্তব্য নথিবদ্ধ করা হয়েছে। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। সংশ্লিষ্ট দূতাবাসকে ঘটনার ব্যাপারে অবহিত করা হবে। ওই পর্যটক রিসার্চ স্কলার, গত তিন মাস ধরে জয়পুরে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।