মুম্বই: আলিবাগের কিহিমে সমুদ্রতীরে নীরব মোদির বাংলো ভেঙে দেওয়ার কাজ শুরু করল রায়গড় কালেক্টরেট। মু্ম্বই থেকে ৯০ কিমির বেশি দূরে রায়গড় জেলায় নীরবের ওই সম্পত্তি জেলা প্রশাসনের হাতে তুলে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারপরই জেলা কালেক্টর বিজয় সূর্যবংশী সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় অভিযু্ক্ত হিসাবে নাম জড়িয়েছে নীরবের। তিনি পলাতক।
কিহিমে বিরাট জায়গা নিয়ে পরিবেশ বিধির তোয়াক্কা না করে সম্পূর্ণ বেআইনি ভাবে বাংলোটি তৈরি করা হয়েছে বলে জানান সূর্যবংশী। আলিবাগ, মুরুদ তহসিলের ২০২টি বেআইনি বাংলোর মধ্যে আছে নীরবের বাংলোটি। সূর্যবংশী বলেন, ২০২টি বেআইনি বাংলোই ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
গত বছরই কিহিম বিচে নীরবের বেআইনি বাংলো ভেঙে দেওয়ার অনুমতি চেয়ে ইডি-কে চিঠি দেয় রাজ্য সরকার। ইডি হিরে ব্যবসায়ী নীরবের বাংলোটি সিল করে দিয়েছিল।
‘পরিবেশ বিধি অগ্রাহ্য করে’ তৈরি নীরব মোদির আলিবাগের বাংলো ভেঙে ফেলা শুরু করল রায়গড় প্রশাসন
Web Desk, ABP Ananda
Updated at:
25 Jan 2019 04:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -