আগরতলা: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতি-কাটমানির অভিযোগে সরব বিজেপি। সংসদেও এই ইস্যুতে ঝড় তুলেছেন বিজেপি সাংসদরা। এরই মধ্যে বিজেপি-শাসিত ত্রিপুরার রাজধানী আগরতলায় অটোচালকদের বিরুদ্ধে বেআইনিভাবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থাকাতেই অটোচালকদের জুলুমবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ-প্রশাসন। পরিবহণ দফতরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
ত্রিপুরা মেডিক্যাল কলেজের কর্মী অনিন্দিতা ভৌমিকের অভিযোগ, ‘আগরতলার নাগেরজলা থেকে মেডিক্যাল কলেজ রুটে সরকার নির্ধারিত ভাড়া ১৩ টাকা হলেও, ১ জুলাই থেকে হঠাৎ ১৫ টাকা করে ভাড়া নিচ্ছেন অটোচালকরা। এছাড়া একেকটি অটোতে ৬-৭ জন করে যাত্রী তোলা হচ্ছে। রাস্তায় ট্র্যাফিক পুলিশের দেখা মেলে না। সেই কারণে অটোচালকরা বেপরোয়া হয়ে উঠেছেন। সরকার ও শাসক দলের সংগঠন সব জেনেও নিষ্ক্রিয়। এই রুটে কোনও বাস আসতে দেন না অটোচালকরা। কোনও বাস এলে চালকদের মারধর করেন অটোচালকরা। ফলে রোগী ও স্থানীয় মানুষ সমস্যায় পড়েছেন।’ আরও কয়েকজন যাত্রীর একই অভিযোগ।
যুগ্ম পরিবহণ কমিশনারের কাছে দায়ের করা অভিযোগের প্রতিলিপি
মঙ্গলবার যুগ্ম পরিবহণ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে তাঁদের অভিযোগ, এরপরেও কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ-প্রশাসন।
এ বিষয়ে অটোরিকশা সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হলে এক কর্তা বলেন, অটোচালকদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তাঁর কিছু জানা নেই। এবিপি আনন্দর পক্ষ থেকে আমতলির এসডিপিও-র সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে তাঁর প্রতিক্রিয়া মেলেনি।
আগরতলায় অটোচালকদের বিরুদ্ধে বেআইনিভাবে ভাড়া নির্ধারণ, অধিক যাত্রী নেওয়ার অভিযোগ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2019 02:47 PM (IST)
মঙ্গলবার যুগ্ম পরিবহণ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -