বেঙ্গালুরু:  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অসুস্থ অচৈতন্য এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে। পদ্মনাভনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার ৪২ বছর বয়সি ওই মহিলাকে অসুস্থতাজনিত কারণে ভর্তি করতে হয় হাসপাতালে। তাঁকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় তিনি অচৈতন্য ছিলেন। মহিলার স্বামী ও অ্যাম্বুলেন্স চালক সামনে বসেছিলেন। পিছনে রোগীর কেবিনে ছিলেন ওই মহিলা ও অভিযুক্ত অটো চালক। অ্যাম্বুলেন্সের ভিতর দুটো জায়গা লোহার গরাদ দিয়ে আলাদা করা ছিল। সেইজন্য মহিলার ওপর যখন ওই অটোচালক আক্রমণ চালায়, তিনি প্রতিরোধ করতে চেয়েও পারেননি। তাঁর গলার আওয়াজও শুনতে পাননি মহিলার স্বামী ও চালক। অভিযুক্ত অটোচালক সিদ্দারাজুকে অ্যাটেন্ডেন্ট হিসেবে গুলিয়ে ফেলেছিল মহিলার স্বামী।

এরপর হাসপাতালে গিয়ে চিকিত্সার পর কিছুটা সুস্থ হলে মহিলা হাসপাতাল কর্তৃপক্ষকে সবকিছু জানিয়ে দেন। তারপর পুলিশে অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ আজ অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করে। প্রসঙ্গত, ওই অটোচালক, হাসপাতালের আশেপাশের এলাকাতে অটো চালাত। তারপর ক্লান্ত হয়ে পড়লে ওই অ্যাম্বুলেন্সের ভিতর ঘুমিয়ে পড়ত।