শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে প্রবল তুষারপাতের ফলে লাদাখের বাতালিক সেক্টরে তুষারধসে চাপা পড়ে গেল সেনাবাহিনীর একটি শিবির। সেখানে পাঁচ জন জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে দু জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ। উদ্ধারকার্যে বিশেষজ্ঞ দলকে কাজে লাগানো হচ্ছে। ট্যুইটারে নর্দার্ন কম্যান্ডের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।


ডিআরডিও-র অধীন চণ্ডীগড়ের তুষারপাত ও তুষারধস সমীক্ষা সংস্থা বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারধসের পূর্বাভাস দিয়েছিল। বিশেষ করে কার্গিলে অত্যধিক তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছিল। বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা জেলায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি তুষারধসের পূর্বাভাস জারি করা হয়েছে।


তুষারধসের পাশাপাশি জম্মু ও কাশ্মীরে বন্যারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝিলম নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে উপত্যকার বেশিরভাগ নিচু অঞ্চলই প্লাবিত। গত কয়েকদিন ধরে স্কুল ও জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ। বন্যার ফলে ৯ ও ১২ তারিখ শ্রীনগর ও অনন্তনাগে উপনির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।