ডিআরডিও-র অধীন চণ্ডীগড়ের তুষারপাত ও তুষারধস সমীক্ষা সংস্থা বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারধসের পূর্বাভাস দিয়েছিল। বিশেষ করে কার্গিলে অত্যধিক তুষারধসের আশঙ্কার কথা জানানো হয়েছিল। বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা জেলায় আগামী ২৪ ঘণ্টা মাঝারি তুষারধসের পূর্বাভাস জারি করা হয়েছে।
তুষারধসের পাশাপাশি জম্মু ও কাশ্মীরে বন্যারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝিলম নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে উপত্যকার বেশিরভাগ নিচু অঞ্চলই প্লাবিত। গত কয়েকদিন ধরে স্কুল ও জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ। বন্যার ফলে ৯ ও ১২ তারিখ শ্রীনগর ও অনন্তনাগে উপনির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।