পটনা: বিহারের গোপালগঞ্জে বিষাক্ত মদ খেয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্য মদ নিষিদ্ধ হওয়ার ফলশ্রুতি হিসেবেই এই মর্মান্তিক ঘটনা বলেই মনে করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিহারের শাসক দলের শরিক আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব নেশাগ্রস্তদের তাড়ি খাওয়ার পরামর্শ দিলেন।
গোপালগঞ্জের ঘটনাকে হৃদয়বিদারক আখ্যা দিয়ে লালু তাঁর নিজস্বী ভঙ্গিতে বলেছেন, মদ নিষিদ্ধ হওয়ার পর যা পাওয়া যাবে তা বিষাক্তই হবে। এই ঘটনা থেকে শিক্ষা নিন। দরকার পড়লে তাড়ি খান।
বিহারে গ্রামাঞ্জলে বিশেষত দরিদ্র মানুষদের অনেকেই তাড়ি খান। তালগাছের নির্যাস এই পানীয়। প্রাকৃতিক পানীয় হিসেবে গ্রামাঞ্চলে এর চল রয়েছে।
উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যে মদ নিষিদ্ধ করার পর তাড়ির দোকানগুলিতে ভিড় বাড়ে। পরে রাজ্য সরকার তাড়ি বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করে।এই সিদ্ধান্তের বিরোধিতা হয় বিভিন্ন মহলে। লালুপ্রসাদ ছাড়াও বিজেপি এর বিরোধিতা করে।
আরজেডি সূত্রের খবর, লালুপ্রসাদ তাড়ি নিষিদ্ধ করার পক্ষপাতী নন। মুখ্যমন্ত্রী থাকাকালে তাড়ি ব্যবসায় জড়িত, বিশেষ করে দলিত পাসিদের সাহায্যার্থে লালুপ্রসাদ এই পানীয়কে করমুক্ত ঘোষণা করেছিলেন।
বিভিন্ন মহলের চাপে নীতীশ গতমাসে তাড়ি বিক্রয় ও খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন।
বিষমদে মৃত্য এড়াতে তাড়ি খাওয়ার পরামর্শ লালুর
ABP Ananda, web desk
Updated at:
20 Aug 2016 04:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -