নয়াদিল্লি: শুধু ফুসফুস নয়, হৃদপিণ্ড-সহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের উপর প্রভাব ফেলছে কোভিড।সম্প্রতি বিভিন্ন গবেষণায় এমনই দাবি করা হচ্ছে। সেইসব গবেষণার বিষয়ে কেন্দ্রও জানে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।


একটি সংবাদমাধ্যমে জনস্বাস্থ্য ও মানুষের আয়ুর উপর করোনার প্রভাব নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। প্রত্যুত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সাম্প্রতিক কয়েকটি গবেষণার বিষয়ে ভালোভাবেই জানি যে কোভিড-১৯ শুধুমাত্র শ্বাসতন্ত্রের গুরুতর অসুস্থতা নয়। তা আমাদের হৃদপিণ্ড এবং মূত্র প্রক্রিয়ায় প্রভাব ফেলে।’



নতুন গবেষণার ফলাফলের বিষয়ে সতর্ক থাকলেও এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, 'শ্বাসযন্ত্র ছাড়া শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গে করোনার প্রভাব নিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য ওই গবেষণাগুলি গুরুত্বপূর্ণ। তবে অধিকাংশ গবেষণাই ছোটো ক্ষেত্রের মধ্যে করা হয়েছে। তাতে কম সংখ্যক মানুষের নমুনা খতিয়ে দেখা হয়েছে। তাই ওই গবেষণাগুলির ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষত আমাদের জনসংখ্যার ক্ষেত্রে তা আরও বেশি প্রাসঙ্গিক। যদিও বিষয়টি ভবিষ্যতে গুরুতর হতে পারে। তাই কোভিড ১৯-এর বিভিন্ন দিকে খতিয়ে দেখার জন্য আমাদের একটি বিশেষজ্ঞ কমিটি আছে। এই বিষয়গুলি নিয়ে নিয়মিতভাবে গবেষণা চালানোর জন্য আইসিএমআরের (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) মতো প্রতিষ্ঠানকে আর্জি জানিয়েছি আমরা।'