নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে মূহ্যমান দেশ। দলমতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক নেতারা, নানা ক্ষেত্রের মানুষজন তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁদের মধ্যে সুষমার প্রয়াণে শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির আবেগমাখা ট্যুইট যে কোনও মরমী মনকে কাঁদিয়ে দিতে পারে। স্মৃতি ‘কথা না রেখেই’ সুষমার চলে যাওয়ার উল্লেখ করে আক্ষেপ জানিয়েছেন। তিনি সুষমার কন্যা বাঁশরীর কথাও বলেছেন ট্যুইটে। লিখেছেন, দিদি, তোমার সঙ্গে হিসাব বোঝাপড়া করার আছে। তুমি বাঁশরীকে রেস্তরাঁ বাছতে বলেছিলে সেলিব্রেট করতে আমায় লাঞ্চ খাওয়াতে নিয়ে যাবে বলে। কিন্তু আমাদের দুজনকে দেওয়া প্রতিশ্রুতি পালন না করেই চলে গেলে! ব্যক্তিগত শোক প্রকাশের পাশাপাশি সুষমাকে মহিলা কর্মীদের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় বয়ন ও মহিলা-শিশুকল্যাণমন্ত্রী। ট্যুইটে প্রাক্তন মন্ত্রিসভার সহকর্মী সম্পর্কে স্মৃতি লিখেছেন, বহু মহিলা রাজনৈতিক কর্মীর পথপ্রদর্শক দিদির আকস্মিক চলে যাওয়া আমাদের সবাইকে শোকস্তব্ধ করেছে। আজ তার শোকাতপ্ত পরিবারকে সমবেদনা জানাই। একজন কর্মী হিসাবে মহিলাদের উত্থানে নিজেদের নিয়োজিত করতে পারলেই দিদিকে আসল শ্রদ্ধা জানানো হবে। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাবড় শাসক, বিরোধী নেতানেত্রীরা প্রয়াত নেত্রীর বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।