নয়াদিল্লি: অযোধ্যা মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে রাম লালা বিরাজমান-এর কৌঁসুলি সি এস বৈদ্যনাথন দাবি করলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে মসজিদ তৈরির জন্য হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় মঙ্গলবার আর্কিওলজিক্যাল সার্ভের (এএসআই) রিপোর্ট উল্লেখ করে এই দাবি করেছেন বৈদ্যনাথন। এই মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির অন্যতম রাম লালা বিরাজমানের প্রতিনিধি সিনিয়র আইনজীবী বৈদ্যনাথন আজ শুনানির সময় বলেন, এএসআইয়ের রিপোর্টে অযোধ্যার ওই জমিতে কুমীর, কচ্ছপের চিহ্ন থাকার কথা বলা হয়েছে। এগুলির সঙ্গে মুসলিম সংস্কৃতির কোনও সম্পর্ক নেই। সেখানে অতীতে হিন্দু মন্দিরই ছিল, এই দাবির সমর্থনে এএসআই রিপোর্ট থেকে আরও কিছু প্রত্নতাত্ত্বিক নমুনা পেশ করেন তিনি।
প্রসঙ্গত, প্রধান বিচারপতির বেঞ্চে আজ ছিল অষ্টম দিনের শুনানি। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস এ নাজির।
এএসআই রিপোর্ট উল্লেখ করে বৈদ্যনাথন আরও বলেন, অযোধ্যার বিতর্কিত জমির ওপর স্তম্ভের ভিত থেকেই ইঙ্গিত মিলছে যে, মসজিদ নির্মাণের আগে সেখানে কোনও বিশাল কাঠামো ছিল। তিনি এও জানান, সুন্নি ওয়াকফ বোর্ড ও বাকি পক্ষগুলি এ ধরনের কোনও কাঠামো ছিল না বলে প্রথমে বলেও পরে দাবি করেছিল, ওখানে যা ছিল, সেটা কোনও ইসলামিয় কাঠামো। যদিও সেই অবস্থানও বদলে ফেলে তারা।