ফৈজাবাদ (উত্তরপ্রদেশ): ১৭৩টি বিপজ্জনক, ভগ্ন দশায় থাকা বাড়ির মালিক ও সেগুলির পরিচালনায় থাকা কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিস দিয়ে সেগুলির সংস্কারের ব্যবস্থা করতে বলল অযোধ্যা পুরসভা। তাদের কঠোর অবস্থান, এই নির্দেশ পালিত না হলে সব বিপজ্জনক কাঠামো ভেঙে ফেলে সেগুলির মালিক ও সংশ্লিষ্ট পরিচালন কর্তৃপক্ষের কাছ থেকে সংস্কারের খরচের অর্থ আদায় করবে তারা। ওই ১৭৩টি কাঠামোর মধ্যে রাম, হনুমানের মন্দির যেমন আছে, তেমনই আছে ধর্মশালা ও ভক্তদের থাকার আশ্রয়স্থান।
অতিরিক্ত পুর কমিশনার সচ্চিদানন্দ সিংহ বলেছেন, আমরা এমন সব কাঠামোর ক্ষেত্রে নোটিস জারি করেছি। আমাদের তালিকায় মন্দির সহ ১৭৩টি বাড়ি আছে। কেউ কেউ সংস্কারের জন্য সময় চেয়েছে। আমরা এপর্যন্ত ৬টি আবাসিক ভবন ভেঙে দিয়েছি। পরবর্তী ১৫ দিন নিরাপদ নয়, এমন ১৭৩টি বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রামজন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাশ বলেছেন, সরকারকে এ ধরনের সব পুরানো বাড়ি, মন্দিরের সংস্কার, রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের এগিয়ে এসে নেওয়া উচিত। বাসুদেব ঘাটের পাত্থর মন্দিরের রাম সজীবন দাশ মন্দিরটি ৪০০-৫০০ বছরের পুরানো বলে দাবি করে বলেন, আমাদের এই ঐতিহ্যকে বাঁচাতে সরকারি প্যাকেজ চাইছি আমরা।