লখনউ: যত তাড়াতাড়ি সম্ভব রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে। যদি এই ইস্যু এভাবেই ঝুলে থাকে তবে ভাবা হবে ২০১৯-এ কাকে সমর্থন করা হবে তা নিয়ে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে সাধুসন্তরা এই চরমপত্র দিলেন।



সন্ন্যাসীরা লখনউ এসে দেখা করেন আদিত্যনাথের সঙ্গে। তাঁদের মধ্যে ছিলেন দিগম্বর আখড়ার মহান্ত সুরেশ দাস, উদাসীন আশ্রমের মহান্ত ভরত দাস সহ অযোধ্যার বেশ কয়েকজন সাধুসন্ত। আদিত্যনাথের বাসভবনে এসে তাঁরা জানিয়ে দেন, রাম মন্দির সমস্যা মিটিয়ে যত দ্রুত সম্ভব মন্দির নির্মাণে হাত দিতে হবে। এই ইস্যুতে তাঁরা যোগীর পরিষ্কার বক্তব্য জানতে চান, জানিয়ে দেন, বিজেপি যদি এ ব্যাপারে স্পষ্ট জবাব না দেয়, তবে ২০১৯-এর লোকসভা ভোটে তাঁদের সমর্থন নাও পেতে পারে বিজেপি।

এর আগে অযোধ্যায় রাম জন্মভূমির পূজারী আচার্য সত্যেন্দ্র দাস মহারাজ অভিযোগ করেন, বিজেপি রামচন্দ্রকে ধোঁকা দিয়েছে, সে জন্যই সাম্প্রতিককালের বেশিরভাগ ভোটে হেরেছে তারা। যদি তাদের ২০১৯-এর ভোটে জিততে হয়, তবে এ বছরই রাম মন্দির নির্মাণ শুরু করতে হবে।



এরই মধ্যে ফৈজাবাদে হিন্দু ধর্ম সেনা ও সাধুসন্তরা রাম মন্দির ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন। স্থানীয় কমিশনারকে তাঁরা যে ডেপুটেশন দিয়েছে, তাতে রাম মন্দির নির্মাণ দ্রুত শুরু করার আর্জি জানানো হয়েছে।