অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে সাধুসন্তদের ধৈর্য্য ধরতে বললেন যোগী আদিত্যনাথ
ABP Ananda, Web Desk | 26 Jun 2018 11:26 AM (IST)
নয়াদিল্লি: গণতান্ত্রিক পরিসীমার মধ্যে থেকেই রাম মন্দিরের লক্ষ্যে কাজ করা হবে। বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দির নির্মাণের দাবিতে অধৈর্য্য হয়ে ওঠা সাধুসন্তদের আরও একটু অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। অযোধ্যায় সন্তদের এক সমাবেশে আদিত্যনাথ ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সরকার গণতান্ত্রিক রীতি নীতি মানতে বাধ্য, তাই সাধুদের আর একটু ধৈর্য ধরতে হবে। আদিত্যনাথের কথায়, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এই পরিকাঠামোয় আইনসভা, আমলা, বিচারবিভাগ- সকলেরই নিজস্ব ভূমিকা আছে। সে কথা মাথায় রেখে সকলের গণতান্ত্রিক রীতি মেনে চলা উচিত। যোগী বলেন, মর্যাদা পুরুষোত্তম রাম ব্রহ্মাণ্ডের কর্তা। তাঁর দয়াতেই অযোধ্যায় রাম মন্দির নির্মিত হবে তাতে কোনও সন্দেহ নেই, তাহলে সাধুদের মনে এই সন্দেহ কেন? শ্রী রাম জন্মভূমি ন্যাসের সদস্য রামবিলাস বেদান্তী দাবি করেছিলেন, আদালত রায় দিক বা না দিক, আগামী লোকসভা ভোটের আগেই রাম মন্দির নির্মাণ শুরু করে দিতে হবে। তারই জবাব দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।