নয়াদিল্লি: চিকিৎসকদের নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। আর এই সিদ্ধান্তে চিকিৎসা জগতের সঙ্গে যুক্তদের একটা অংশ বেশ অবাক। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, এবার আয়ুর্বেদ চিকিৎসকরাও অস্ত্রোপচার করতে পারেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার জানিয়েছে, আয়ুর্বেদের স্নাতকোত্তর বিভাগের পড়ুয়াদের অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
এই বিজ্ঞপ্তি অনুসারে, আয়ুর্বেদ চিকিৎসকরা হাড়ের রোগ ও চক্ষু বিজ্ঞান ও নাক-কান-গলা (ইএনটি) এবং দাঁতের সঙ্গে সম্পর্কিত অস্ত্রোপচার করতে পারবেন। এ ব্যাপারে, সেন্ট্রাল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের সভাপতি বলেছেন, আয়ুর্বেদিক প্রতিষ্ঠানগুলিতে গত ২৫ বছর ধরে এ ধরনের অস্ত্রোপচার চলছে। বিজ্ঞপ্তিতে এটাই স্পষ্ট করা হয়েছে যে, এই অস্ত্রোপচার বৈধ।
গত ১৯ নভেম্বর জারি বিজ্ঞপ্তি অনুসারে, আয়ুর্বেদিক পিজি কোর্সে এখন থেকে অস্ত্রোপচারকে সংযুক্ত করা হবে। এরসঙ্গে অধিনিয়মের নাম বদলে ভারতীয় চিকিৎসা কেন্দ্রীয় পরিষদ (স্নাতকোত্তর আয়ুর্বেদ শিক্ষা) সংশোধন বিনিয়ম, ২০২০ করা হয়েছে।
আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে যুক্তরা দীর্ঘদিন ধরেই অ্যালোপ্যাথির মতোই অধিকার প্রদানের দাবি জানাচ্ছিল। নয়া বিজ্ঞপ্তি অনুসারে, আয়ুর্বেদ ছাত্রদের এবার পড়ার সময়ই অস্ত্রোপচারের প্রশিক্ষণ দেওয়া হবে। পড়ুয়াদের শল্য তন্ত্রর মতো ডিগ্রি প্রদান করা হবে।
আয়ুর্বেদ চিকিৎসকরা যেখানে এই বিজ্ঞপ্তি নিয়ে খুশি, সেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অবস্থান এক্ষেত্রে ভিন্ন। আইএমএ-সভাপতি ডা. রাজন শর্মা বলেছেন, এতে চিকিৎসাক্ষেত্রে একটা খিচুড়ি পরিস্থিতি তৈরি হবে।
মোদি সরকারের বড়সড় সিদ্ধান্ত,এবার হাড়,নাক-কান-গলা ও দাঁতের অস্ত্রোপচার করতে পারবেন আয়ুর্বেদ চিকিৎসকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2020 08:59 AM (IST)
চিকিৎসকদের নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের। আর এই সিদ্ধান্তে চিকিৎসা জগতের সঙ্গে যুক্তদের একটা অংশ বেশ অবাক। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, এবার আয়ুর্বেদ চিকিৎসকরাও অস্ত্রোপচার করতে পারেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -